ডিপো পলিসি
- ৩০,০০,০০০/- (ত্রিশ লক্ষ) টাকা ইনভেস্টমেন্ট এ ৫% কমিশন হারে পন্য যাবে।
- কমপক্ষে ৬০% পন্য পয়েন্টে থাকতে হবে।
- ডেলিভারি খরচ ডিপো বহন করবে।
- ডিপো যদি নিজ এড়িয়ায়, নিজে মার্কেট করে এবং মাতৃছায়া ট্রেড কর্পোরেশনের কাছ থেকে কিস্তি বা নগদে গাড়ি নেয় তাহলে আলোচনা সাপেক্ষে ড্রাইভারের খরচ কোম্পানি বহন করবে
- কোম্পানি দ্বারা নিযুক্ত সেলস অফিসার থাকবে।
- ডিপোতে সাথে আলোচনার সাপেক্ষে গাড়ির ব্যবস্থা করা হবে।
পরিবেশক পলিসি
- ১০,০০,০০০/- (দশ লক্ষ) টাকা ইনভেস্টমেন্ট এ ৮% কমিশন দিয়ে পন্য যাবে।
- ডেলিভারি খরচ ডিলার বহন করবে।
- কোম্পানি দ্বারা নিযুক্ত সেলস অফিসার থাকবে।
- ডিপো যদি নিজ এড়িয়ায়, নিজে মার্কেট করে এবং মাতৃছায়া ট্রেড কর্পোরেশনের কাছ থেকে কিস্তি বা নগদে গাড়ি নেয় তাহলে আলোচনা সাপেক্ষে ড্রাইভারের খরচ কোম্পানি বহন করবে
* ডিপো ও পরিবেশক, অবশ্যই কোম্পানির পলিসি অনুযায়ী পণ্য মজুদ করতে বাধ্য থাকবে। কোম্পানির পলিসি অনুযায়ী পণ্য মজুদে ব্যার্থ হলে কোম্পানির সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে
* অনুমদিত এলাকার সকল প্রান্তে পণ্য সরবরাহ নিশ্চিত করতে হবে; ব্যার্থ হলে কোম্পানির সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে
* যেসকল একালায় কুরিয়ারে পণ্য সরবরাহ করা হয়, ডিলার বা ডিপো, কুরিয়ার থেকে নিজ খরচে নিজ স্থানে নিতে বাধ্য থাকবে