logo
0

ডিপো পলিসি

  • ৩০,০০,০০০/- (ত্রিশ লক্ষ) টাকা ইনভেস্টমেন্ট এ ৫% কমিশন হারে পন্য যাবে।
  • কমপক্ষে ৬০% পন্য পয়েন্টে থাকতে হবে।
  • ডেলিভারি খরচ ডিপো বহন করবে।
  • ডিপো যদি নিজ এড়িয়ায়, নিজে মার্কেট করে এবং মাতৃছায়া ট্রেড কর্পোরেশনের কাছ থেকে কিস্তি বা নগদে গাড়ি নেয় তাহলে আলোচনা সাপেক্ষে ড্রাইভারের খরচ কোম্পানি বহন করবে
  • কোম্পানি দ্বারা নিযুক্ত সেলস অফিসার থাকবে।
  • ডিপোতে সাথে আলোচনার সাপেক্ষে গাড়ির ব্যবস্থা করা হবে।

পরিবেশক পলিসি

  • ১০,০০,০০০/- (দশ লক্ষ) টাকা ইনভেস্টমেন্ট এ ৮% কমিশন দিয়ে পন্য যাবে।
  • ডেলিভারি খরচ ডিলার বহন করবে।
  • কোম্পানি দ্বারা নিযুক্ত সেলস অফিসার থাকবে।
  • ডিপো যদি নিজ এড়িয়ায়, নিজে মার্কেট করে এবং মাতৃছায়া ট্রেড কর্পোরেশনের কাছ থেকে কিস্তি বা নগদে গাড়ি নেয় তাহলে আলোচনা সাপেক্ষে ড্রাইভারের খরচ কোম্পানি বহন করবে

* ডিপো ও পরিবেশক, অবশ্যই কোম্পানির পলিসি অনুযায়ী পণ্য মজুদ করতে বাধ্য থাকবে। কোম্পানির পলিসি অনুযায়ী পণ্য মজুদে ব্যার্থ হলে কোম্পানির সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে

* অনুমদিত এলাকার সকল প্রান্তে পণ্য সরবরাহ নিশ্চিত করতে হবে; ব্যার্থ হলে কোম্পানির সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে

* যেসকল একালায় কুরিয়ারে পণ্য সরবরাহ করা হয়, ডিলার বা ডিপো, কুরিয়ার থেকে নিজ খরচে নিজ স্থানে নিতে বাধ্য থাকবে

ডিপো/পরিবেশক নিয়োগ আবেদন পত্র

প্রতিষ্ঠানের নাম
প্রতিষ্ঠানের পূর্ণ ঠিকানা
পরিবেশকের তথ্য
মালিকানার ধরণঃ
প্রাতিষ্ঠানিক তথ্য
যে ব্যাংকে লেনদেন করতে ইচ্ছুক
যেসকল কোম্পানির সাথে ডিপো/পরিবেশক হিসেবে ব্যবসা করেছেন তার তথ্য
১ম কোম্পানির তথ্য
২য় কোম্পানির তথ্য
৩য় কোম্পানির তথ্য
৪র্থ কোম্পানির তথ্য
পরিবেশনা কাজে ব্যবহৃত কিছু তথ্য
মাতৃছায়া ট্রেড কর্পোরেশন এর ব্যবসায় যে গোডাউন ব্যবহার করবেন তার বিবরণ
মাতৃছায়া ট্রেড কর্পোরেশন এর ব্যবসায় ব্যবহৃত পরিবহনের তথ্য
মাতৃছায়া ট্রেড কর্পোরেশন এর পরিবেশনা কাজে যেসকল এলাকাতে পন্য সরবরাহ করতে চান তার তথ্য
মাতৃছায়া ট্রেড কর্পোরেশন এর পরিবেশনায় বর্তমান বিনিয়োগকৃত মূলধনের তথ্য (টাকায়)
ফ্লোর স্টক
মাসিক বিনিয়োগ

* উল্লেখ্য যে, এই পরিবেশক পয়েন্টের সেলস বৃদ্ধির সাথে সাথে ফ্লোর স্টক ও মাসিক বিনিয়োগ বাড়াতে বাধ্য থাকিবো।

আমার অনুপস্থিতে যে ব্যাক্তি ব্যবসা পরিচালনা করবে তাহার বিবরণ
এ এস এম কর্তৃক পূরণীয়
আবেদনকারীর আর্থিক অবস্থাঃ
আবেদনকারীর সাথে দোকানদারের সম্পর্কঃ
আবেদনকারী কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত কি?
সংশ্লিষ্ট এলাকায় পরিবেশক সমিতি আছে কি-না?

আমি উপরোক্ত সকল তথ্য সরেজমিনে যাচাই করে এবং উপরোক্ত সকল তথ্য সম্পর্কে নিশ্চিত হয়ে এই প্রতিষ্ঠানকে মাতৃছায়া ট্রেড কর্পোরেশন এর আমার সংলিষ্ট রেজিয়ন/এড়িয়াতে অস্থায়ী ভিত্তিতে পরিবেশক হিসেবে নিরোগ দানের জন্য সুপারিশ করছি।

ডিপো ও পরিবেশক নেওয়ার প্রয়োজনীয় কাগজ পত্রঃ

বিশেষ নির্দেশিকা

  • কোম্পানি হতে পণ্যের হার % অনুযায়ী মূল্য ভিত্তিক কমিশন মূল্য তালিকা অনুযায়ী প্রদান করা হইবে।
  • ডিপো বা পরিবেশক এর ব্যবসায়ী কার্যক্রম কোম্পানি থেকে সম্পূর্ণ নগদে পরিচালিত হবে।
  • ডিপো বা পরিবেশক এর ব্যবসায়ী কার্যক্রম অবশ্যই ব্যাংকের মাধ্যমে লেনদেন সম্পূর্ণ করিবেন।
  • কোম্পানির যে কোন স্তরের প্রতিনিধিগণের সহিত কোনো আর্থিক বা অন্য কোন লেনদেন করা যাবে না। এরূপ কোনো প্রকারের লেনদেনের দায়ভার কোম্পানী বহন করিবে না।
  • কোম্পানি ডিপো/পরিবেশকদের ব্যাংক অনলাইন টিটি/ডিডি করার ৭২ ঘন্টার মধ্যে চাহিদা মোতাবেক পণ্য পৌঁছে দিতে বাধ্য থাকিবে।
  • ডিপো থেকে ড্যামেজ/নষ্ট পণ্য পরবর্তী চালানে পণ্যের বিনিময়ে সমন্বয় করা হবে।
  • ডিপো/পরিবেশক এর নির্দিষ্ট মার্কেট সংযোজন/বিয়োজন করার সক্ষমতা কোম্পানী সংরক্ষণ করে।
  • মার্কেট সেলসের স্বার্থে কোম্পানি থেকে প্রদত্ত ট্রেড অফার/বোনাস/নগদ ছাড়, ডিপো/পরিবেশক মার্কেটে প্রদান করিতে বাধ্য থাকিবে।
  • ডিপো/পরিবেশক এর গোডাউন ড্যামেজ হলে কোম্পানি এর দ্বায়ভার বহন করবে না।
  • উপরের উল্লেখিত কোম্পানির নির্ধারিত নির্দেশিকা মেনে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে বাধ্য থাকব।

পরিবেশক নিয়োগের শর্তাবলী

  • ব্যবসায় কোন প্রকার ক্রেডিট হবে না।
  • অনলাইনের মাধ্যমে টাকা পাঠাতে হবে।
  • কোম কর্মকর্তা ও কর্মচারীর সাথে নগদ লেনদেন করা যাবে না।
  • কোম্পানীয় পলিসি অনুযায়ী পরিবেশককে তার কার্যকলাপ পরিচালনা করতে হবে।
  • পরিবেশক যদি কোন কারণে কোম্পানির সাথে ব্যবসায়িক সম্পর্ক বজায় রাখতে না করে তবে অবশিষ্ট পরিবেশকের তিন মাস পূর্বে লিখিত কারণসহ কোম্পানির নির্দিষ্ট অফিসে জানাতে হবে।
  • পরিবেশকের টার্নওভার হবে ১০% মূল্য ভিত্তিক কমিশন।
  • ডিপো থেকে ড্যামেজ পণ্য সমন্বয় করা যাবে।
  • কোম্পানির নির্দেশিকা অনুযায়ী কোন প্রকার বোনাস/অফার/ডিসকাউন্ট প্রয়োজনে উল্লেখিত কর্মীদের অনুমতিক্রমে করতে হবে।
  • পরিবেশকের ব্যবসায়িক কার্যক্রম নিজস্ব সরবরাহ ব্যবস্থায় পরিচালিত হতে হবে।